Logo

সারাদেশ

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক, গণধোলাই

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৬

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক, গণধোলাই

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাঙ্গিলা পাড়া ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চার জন ছিনতাইকারী অটোরিকশা ভাড়া করে গোড়াই মেলায় নিয়ে যায় দীর্ঘক্ষণ ঘোরাঘুরি শেষে। এরপর রাত বাড়লে তারা অটোচালককে জাঙ্গিলা পাড়া ব্রিজ এলাকায় নিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিন জন পালিয়ে যায়। 

স্থানীয়রা অপর একজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেন। ছিনতাইকারী অচেতন থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

অটোরিকশার মালিক উপজেলার গেন ভান্ডার এলাকার মনির হোসেনের ভাড়াটিয়া সানোয়ার হোসেনের ছেলে রনি হোসেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেলোয়ার হোসেন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর