হাকিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়লেন ৭ জন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৩

দিনাজপুরের হাকিমপুর হিলিতে হিলি-বিরামপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে পৌর শহরের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তর পার্শে আপ্তইর এলাকার হিলি-বিরামপুর সড়কের ব্রিজের পশ্চিম পাশে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তাররা হলেন, পৌর শহরের সিপি মুন্সীপাড়া এলাকার আকবর মুন্সির ছেলে গোলাপ ওরফে দুখু (২৯), একই এলাকার ভূট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), একই এলাকার ইসার উদ্দিনে ছেলে আলম (৩২), বাবু মিয়া (২৫), রহমত আলীর ছেলে জনি (২৮) ও ইদুলের ছেলে বাপ্পিকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম জানান, হিলি-বিরামপুর সড়কের আপ্তইর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই জন পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের হেফাজতে থাকা ১টি ছুরি, ২টি হাসুয়া, ১টি রড, ১টি চাইনিজ কুড়াল, ৪ টুকরা নাইলনের হালকা নীল রঙের রশি, ১টি লাল-সবুজ-কালো রংয়ের গামছা, ১টি সাদা-লাল-কালো রংয়ের পুরাতন গামছার টুকরা, ১টি লাল রঙের পুরাতন টি-শার্টের অংশ, ১টি লাল-নীল-সাদা চেকযুক্ত পুরাতন হাফহাতা টি-শার্ট, ২টি কাটার ও একটি ১টি বড় ত্রিপল জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অপরাধে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজা মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৯ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।
লুৎফর রহমান/এমজে