Logo

সারাদেশ

কালিয়াকৈরে প্রাইভেটকার দুর্ঘটনায় পথচারী নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৪

কালিয়াকৈরে প্রাইভেটকার দুর্ঘটনায় পথচারী নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গাড়ির চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এম এস ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে তাদের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

দেলোয়ার হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর