কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪র্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০)। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার আদিত্যপাশা এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল দুপুরে শিশুটি বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ইসমাঈলের সেচ মেশিনের কাছে পৌঁছালে আগে থেকেই ধান কাটছিলেন হাছু মিয়া। তিনি শিশুটির পাশে এসে গল্প শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় পাশের জমিতে কাজ করছিলেন মতি মিয়া। তিনি ঘটনা দেখতে পেয়ে এগিয়ে আসলে হাছু মিয়া পালিয়ে যান। এরপর মতি মিয়া শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এসব ঘটনা কাউকে বললে প্রাণে মারার হুমকি দেন।
শিশুটি ভয় পেয়ে পরবর্তীতে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি