Logo

সারাদেশ

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিব উল্লাহ আটক

Icon

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:০৭

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিব উল্লাহ আটক

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার লালমাই উপজেলার লোলাই গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগে হাফেজ হাবিব উল্লাহকে (৫০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার লোলাই দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম হাফেজ হাবিব উল্লাহ মক্তবে পড়ুয়া সাত বছরের শিক্ষার্থীকে কৌশলে তার থাকার রুমে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিক্ষার্থীর খালা উপস্থিত হয়ে তাকে নিয়ে দ্রুত চলে যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিব উল্লাহকে আটক করে।

আটক হাবিব উল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলার উজালা গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ এক বছর ধরে লোলাই দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিশুটির মা বলেন, আমার ছোট্ট মেয়েটি এতিম, তার বাবা নেই। খুব কষ্টে দিন পার করছি আমি। ইমাম সাহেবকে আমরা খুব বেশি বিশ্বাস করতাম। কিন্তু ওনার মধ্যে যে এমন নরপশু বসবাস করছে, তা জানা ছিল না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে লালমাই থানার ওসি শাহ আলম বলেন, ইমাম সাহেব আমাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এহেন কর্মকাণ্ডের জন্য তাকে আমরা আটক করেছি। শিশুকন্যার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাসুদ রানা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর