গাইবান্ধায় অশ্লীল নৃত্যের অভিযোগে প্যান্ডেল ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:২৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈশাখী মেলায় ‘জুয়ার আসর’ ও ‘অশ্লীল নৃত্যের’ অভিযোগে সার্কাসের প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় আয়োজনকারীরা পালিয়ে গেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জাকির মিয়া ও গোলজার মেম্বার তার লোকজন নিয়ে কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করেন। শুক্রবার দিনের বেলা মেলার প্যান্ডেলে জাদু (ম্যাজিক) দেখানো হয়।
কিন্তু পরে মানুষকে আকৃষ্ট করতে আয়োজনকারীরা সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেল তৈরি করে। সেখানে চলে ‘নারীদের নগ্ন ও অশ্লীল’ নৃত্য। পাশে বসানো হয় জমজমাট জুয়ার আসর। ঘটনা টের পেয়ে গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে প্যান্ডেলে হামলা চালান। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেন তারা।
সুন্দরগঞ্জ থানার ওসি হাকিম আজাদ বলেন, সরকারি অনুমতি ছাড়াই মেলার নামে এই আসর বসানো হয়। যা সম্পুর্ণ অবৈধ।
আতিকুর রহমান/এমজে