গাজীপুরে কারখানায় শ্রমিক অসন্তোষ, ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৮

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শনিবার (২৬ এপ্রিল) সকালে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেডের ফিনিশিং বিভাগের এক আয়রনম্যানের সঙ্গে ম্যানেজার সানোয়ার হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে ওই শ্রমিক জ্ঞান হারান।
পরে গুজব ছড়ায় যে, শ্রমিক মারা গেছেন। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখতে পান। এরপরই তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
প্রায় এক ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় টহল চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি কারখানার আশপাশে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী।
- দেলোয়ার হোসেন/এটিআর