বান্দরবানে পাচারকালে কাঠ বোঝাই ট্রাকসহ চালক আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৫

ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে কাঠ বোঝাই ট্রাকসহ এক চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫ এর একটি দল।
অভিযানে আনুমানিক ৮০ ঘনফুট অনুমোদনহীন ৬০ টুকরো সেগুন গোল কাঠ জব্দ করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠগুলো জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যান। এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
র্যাব-১৫ সিপিসি-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তৌহিদ বলেন, বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি। বন বিভাগ ও আমরা যৌথভাবে মামলা দায়ের করব। বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করব।
বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার শামসুল হক বলেন, র্যাব ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারকালে চার টুকরো গোল কাঠসহ ট্রাক চালককে আটক করেছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সোহেল কান্তি নাথ/এমবি