Logo

সারাদেশ

নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৪

নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁয় রানীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

তিনি জানান, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে দুটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

শেখ নওশাদ হাসান বলেন, অভিযানে দুটি গোডাউন থেকে ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি বস্তাও উদ্ধার করা হয়। 

তবে অভিযানের সময় চালের কোনো মালিককে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান ও রানীনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর