রূপগঞ্জে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:১১

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মেম্বার শমসের আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পূর্বাচল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শমসের আলী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকার হাসমত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন শমসের আলী। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে পূর্বাচলে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, শমসের আলীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বিস্ফোরক আইনের মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এন বি আকাশ/এমবি