Logo

সারাদেশ

কিশোর গ্যাংয়ের মহড়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:০৪

কিশোর গ্যাংয়ের মহড়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

কুমিল্লায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় ‘কিশোর গ্যাংয়ের’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)। 

এর আগে শুক্রবার নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই এলাকায় মহড়া চালিয়ে তারা স্লোগান দেয়। এতে সড়কের দুপাশে থাকা সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের মহড়ার ভিডিও ভাইরালের পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হবে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর