উচ্ছেদের খবরে শতাধিক অবৈধ স্থাপনা সরালেন ব্যবসায়ীরা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৭

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর পৌরসভার বাবুরহাটে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর জেনে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানোর প্রস্তুতি শুরু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীরা তাদের স্থাপনা ও মালপত্র সরিয়ে নিতে শুরু করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। পথচারীদেরও চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। ফলে সরকারি দুটি সংস্থা যৌথভাবে উচ্ছেদের উদ্যোগ নেয়।
চাঁদপুর সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী জানান, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছিলেন। সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে। জেলা প্রশাসক একদিন সময় দেওয়ার সম্মতি দেন। এর মধ্যে যদি অবৈধ স্থাপনা সরানো না হয়, তবে সড়ক বিভাগ জরিমানাসহ উচ্ছেদ অভিযান চালাবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জমিতে লিজকৃত সব স্থাপনা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের স্থাপনা অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এ সড়কের অন্য অংশেও উচ্ছেদ অভিযান চলবে।
শনিবার সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলআমিন ভূঁইয়া/এমবি