-680ce62f7f8d1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগলে পথচারী পায়েল (৪৫) নিহত হন। একই দিন রাত ৩টার দিকে হাসাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭) মারা যান।
অন্যদিকে শনিবার (২৬ এপ্রিল) সকালে নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারে ধাক্কা লাগলে আরও এক মোটরসাইকেল চালক মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আবু সাঈদ/এমবি