Logo

সারাদেশ

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যার আত্মহত্যা

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৩

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের কন্যার আত্মহত্যা

ধর্ষণ ঘটনার পর এবার আত্মহত্যা করলেন জুলাই আন্দোলনের শহীদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭)। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশী ও স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে রোববার (২৭ এপ্রিল) বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল লামিয়ার। এজন্য শনিবার মার্কেট থেকে নতুন কাপড়ও কিনেছিলেন তিনি। রাত ৮টার দিকে ছোট বোনকে মাদ্রাসায় দিয়ে আসতে যান মা রুমা বেগম। এ সময় ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা সাইফুল ইসলাম বলেন, আমি দোকানে ছিলাম। হঠাৎ খবর পাই ভাগনি মারা গেছে। হাসপাতালে এসে দেখি, ও আর নেই। জুলাই আন্দোলনে আমার বোন স্বামী হারাল, এখন মেয়েকে হারাল। আমার ভাগনির ধর্ষকরা জামিন পেয়ে গেছে। এখন আমরা বিচার চাইব কার কাছে।

তবে, পটুয়াখালীর দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি এখনো জামিন পাননি।

প্রতিবেশী জামিলা খাতুন জানান, সন্ধ্যায় মা-মেয়ে মিলে কাপড় কিনেছিলেন। রোববার বিকালে লঞ্চে বাড়ি যাওয়ার কথা ছিল। তবে তার আগেই বড় মেয়ে আত্মহত্যা করে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়তো কেউ ফোনে হুমকি দিয়েছিল, তাই বাধ্য হয়ে সে আত্মহত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই কার কাছে।

এ বিষয়ে আদাবর থানার ওসি এসএম জাকারিয়া জানান, বিষয়টি জেনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

‎প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহীদ জসীম উদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। একপর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর