‘স্ত্রীকে হত্যার’ পর পালিয়ে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৪
-680d8e5eefef0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ‘ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা’র পর পালিয়ে যাওয়া স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিগাতলা মাইজহাটি গ্রামের ফখরুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী নাদিরা আক্তারকে (২৬) নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা কপাটিয়াপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর প্রধান আসামিকে গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত শুরু করে। অবশেষে শনিবার দুপুরে অভিযুক্ত আমিনুল ইসলামকে সিলেট থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গ্রেপ্তারের পর আমিনুল ইসলামকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী নাদিরা আক্তারকে নৃশংসভাবে হত্যার পর তালাবদ্ধ ঘরে রেখে শ্বশুরকে ফোন করে আমিনুল বলেন, ‘আপনার মেয়েকে আমি খুন করেছি, লাশটা এসে নিয়ে যান।’
সোহেল/এমবি
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন