তর্কবিতর্কের জেরে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৭
-680d9875115be.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোর জায়গা নিয়ে তর্কবিতর্কের জেরে টেঁটাবিদ্ধ হয়ে যুবক প্রান্ত দাস (২০) নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত দাস উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের সেবক দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত প্রান্ত দাসের বড়ভাই পলাশ দাস ও চান মিয়ার ছেলে শাকিলের মধ্যে তর্কবির্তকের পর দুইজনই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে মারামারির হুমকি দেয়। কিছুক্ষণ পর শাকিল ঘটনাস্থলে গিয়ে পলাশ দাসকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে টেঁটা দিয়ে আঘাত করে। বুকের বাম পাশে গুরুতর আঘাত পেয়ে প্রান্ত দাস আহত হন। দ্রুত দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দুই যুবকের তর্কবিতর্কের জেরে নিহতের এ ঘটনাটি ঘটেছে। মৃতদেহ সুরতহাল করার পর থানায় রাখা হয়েছে। রোববার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
আব্দুল হালিম/এমবি