Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৮

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্তের ৬৪ নং পিলারের পাশে চ্যাংখালী নামক স্থানে মহেশপুর ৫৮ বিজিবি ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, তার স্টাফ অফিসারসহ ১২ জন এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার, তার স্টাফ অফিসারসহ ১২ জন উপস্থিত ছিলেন। উভয়পক্ষের পক্ষের ২৪ জন প্রতিনিধি সীমান্ত এলাকার আড়াই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতে বিজিবি ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ সীমান্তসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বুরহান উদ্দীন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর