-680dad3bba062.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একজন নারীকে নিয়ে গাজীপুরের একটি পার্কে সংবাদ সম্মেলনে করেছেন। সেখানে তিনি ওই নারীকে মডেল হিসেবে পরিচয় করিয়ে দেন। হিরো আলম জানান, তার সাবেক বউ রিয়া মনি তিনটি সংসার ভেঙেছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা পার্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন, আমার পাশে যিনি বসে আছেন, তার নাম ইতি। তিনি একজন মডেল গাজীপুরেই বাড়ি। আপনারা জানেন কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। এর পরেই আমার বউ রিয়া মনির আমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। সাবেক বউ রিয়া মনি তিনটি সংসার নষ্ট করেছে।
তিনি আরও বলেন, আমার পাশে বসা এ আপুটির সংসার নষ্ট করেছে। আমার নিজের সংসার নষ্ট করেছে। এছাড়াও আমার বাবাকে দেখাশোনা করতেন যে মেয়ে, তার সংসারও নষ্ট করেছে।
হিরো আলম বলেন, রিয়া মনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে আমার নামে অপবাদ ছড়াচ্ছে। রিয়া আমার পাশে বসা ইতির স্বামীর সঙ্গে প্রেম করছে। যার ফলে তাকেও ডিভোর্স দিয়েছে।
মডেল অভিনেত্রী ইতি বলেন, আমি প্রেম করে বিয়ে করেছি। আমার স্বামী ড্যান্সার। তিন বছরের সংসার আমাদের। তবে হিরো আলমের সাবেক বউ রিয়া মনি আমার স্বামীর সঙ্গে প্রেমের জড়িয়েছে। এরপর রিয়া মনির প্রলোভনে আমাকে ডিভোর্স দিয়েছে।
আব্দুল মান্নান/এমবি