সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:১০

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক নিখোঁজ রয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার মধুপুর গ্রাম সংলগ্ন সীমান্তের ৪৮ নম্বর পিলারের কাছে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওবাইদুল ইসলাম (২৩) মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে গোপালপুর গ্রামের ৭-৮ জন লোক অবৈধভাবে ভারতে প্রবেশ করে। রাত দেড়টার দিকে তারা বিএসএফের সামনে পড়ে। তখন বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। কিছু লোক পালিয়ে বাংলাদেশে ফিরে আসলেও ওবাইদুল ইসলামসহ দুজনকে বিএসএফ আটক করে।
পরে তাকে গুলি করে হত্যা করে। ভোরবেলা মধুপুর গ্রাম সংলগ্ন একটি স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যায়। অপর যুবকের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার ফোন করে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহটি বাংলাদেশি কিনা, তা তারা নিশ্চিত করতে পারেনি।
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে ভারতের বাগদা থানায় রাখা আছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে বিএসএফ বা বাগদা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লোকমুখে শুনেছি, সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটেলিয়নের অধিনায়ককে জানিয়েছি।
- বুরহান উদ্দীন/এটিআর