Logo

সারাদেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৫

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দীনেশ চন্দ্র সরকার (৭৫) নামে এক বৃদ্ধ পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল রেলগেইট এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বারইকোনা এলাকার যোগেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন এবং মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা বাজারের শান্তি নিকেতন ফার্মেসির মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে ছিলেন দীনেশ চন্দ্র। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জীবন কৃষ্ণ সরকার জানান, ফেসবুকে দুর্ঘটনার খবর দেখে আমরা বাবার লাশ নিতে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় এসেছি। আমার বাবা একজন পল্লী চিকিৎসক ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার জানান, দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। মাথা ও বুকে গুরুতর আঘাত পাওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করি।

শাহরিয়ার খান সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর