Logo

সারাদেশ

মেহেরপুরে সরকারি বিদ্যালয় থেকে হাতবোমা উদ্ধার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:২৭

মেহেরপুরে সরকারি বিদ্যালয় থেকে হাতবোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের তৃতীয় তলার ফ্লোরে লাল কসটেপ মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তু দুটি দেখতে পায় শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আক্তার জানান, সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় লাল টেপ মোড়ানো দুটি বস্তু দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে বিষয়টি শিক্ষকরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে কে বা কারা, কী জন্য এগুলো রেখে গেছে তা তিনি বলতে পারেননি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। পরে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে প্রাথমিকভাবে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

  • আকতারুজ্জামান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর