
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে অসহায়, অসচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এ সময় চিকিৎসার জন্য ৯ জন অসচ্ছল রোগী, জিরো মাইল এলাকার এবাদতখানা মেরামত, কুমিল্লাটিলা আইডিয়াল স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন, ভাতা ও স্বনির্ভরতার লক্ষ্যে একজন হতদরিদ্র অসহায় নারীকে সেলাই মেশিনসহ ২ লাখ ৭১ হাজার টাকা সমমূল্যের মানবিক সহায়তা প্রদান করা হয়।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজকের এ আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর রেজাউল করিম ইবনে রশিদ, ভারপ্রাপ্ত বিএম মেজর রেজা-ই-রাব্বি, স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
ছোটন বিশ্বাস/এমবি