Logo

সারাদেশ

ফেনী আলীয়া কামিল মাদরাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনের স্থগিতাদেশ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৪:১১

ফেনী আলীয়া কামিল মাদরাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনের স্থগিতাদেশ

ফেনী আলীয়া কামিল মাদরাসার গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ক্যাটাগরির নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত। 

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর যৌথ বেঞ্চ শনিবার এ আদেশ দিয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মীর মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাডভোকেট আবদুস সাত্তার নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেয়।

পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল (সোমবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচনে দাখিল/ইবতেদায়ী স্তরে অভিভাবক সদস্য পদে এএইচএম ছানা উল্লাহ মুন্না (হেলিকপ্টার), মো. নুরুল ইসলাম (চশমা), জিয়াউর রহমান ভূঁইয়া (ফুটবল), মো. আলাউদ্দিন (মাইক), মোহাম্মদ ইলিয়াছ (টেলিফোন), মো. নুরুল ইসলাম (টেবিল ফ্যান), মো. ফজলুল হক (বাইসাইকেল), মো. সাখাওয়াত হোসেন (টিউবওয়েল), ফাজিল/আলিম স্তরে আবদুর রহমান (দোয়াত কলম), মুহাম্মদ নজরুল ইসলাম (বই), কামিল/মাস্টার্স স্তরে মোহাম্মদ নাছির উদ্দিন (মোরগ) ও ইব্রাহিম খলিল (মাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

এর আগে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ভোটাভুটিতে ফাজিল/আলিম স্তরে সাজিদা আক্তার ও দাখিল/ইবতেদায়ী স্তরে মোহাম্মদ আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কামিল/মাস্টার্স স্তরে একক প্রার্থী মুহাদ্দিস মোশারফ হোসেন, দাতা সদস্য পদে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল কুদ্দুসের ছেলে মো. নোমান শিকদার, প্রতিষ্ঠাতা সদস্য মনজুরুল ইসলাম ভূঁয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এমরান পাটোয়ারী/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর