Logo

সারাদেশ

বাউফলে দাখিল পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৩

বাউফলে দাখিল পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ

পরীক্ষা চলাকালীন বই হাতে কেন্দ্রে ঢুকছেন যুবক | ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে একটি দাখিল পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ উঠেছে। রোববার (২৭ এপ্রিল) উপজেলার নওমালা ফাজিল মাদরাসার কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন এ অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই দুইজন যুবক হাতে বই নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। খানিক পরে তারা খালি হাতে কেন্দ্র থেকে বের হয়ে যায়। 

এই দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করা হয়েছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কিছু শিক্ষক-কর্মচারীও এই অনৈতিক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, আমরা চাই আমাদের সন্তানরা সৎভাবে পরীক্ষা দিক। কিন্তু এখানে কিছু অসাধু ব্যক্তি পরীক্ষার পরিবেশ নষ্ট করছে। এটা মাদ্রাসার সুনাম ও শিক্ষার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে নওমালানা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব ইব্রাহীম হাবিব বলেন, কেন্দ্রে নকলের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি বহিরাগত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখিনি। যদি কেউ ব্যক্তিগতভাবে অনৈতিক কাজ করে থাকে, তাহলে সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে বাউফল উপজেলা নির্বাহী অফিসারকে একাধিকবার ফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভি করেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উত্তর আসেনি।

  • আরিফুল ইসলাম সাগর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর