Logo

সারাদেশ

মির্জাপুরে সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:১৮

মির্জাপুরে সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ

মির্জাপুরে সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে প্রেসক্লাব মির্জাপুরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম।

কর্মশালায় ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ দেন  জার্মান নিউজ এজেন্সি ডিপিএ'র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু এবং নয়া দিগন্তের বিশেষ সংবাদদাতা সৈয়দ সামসুজ্জামান নিপু।

দিনব্যাপী কর্মশালায় সংবাদ সংগ্রহ, লেখা ও সংবাদের ধরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর