Logo

সারাদেশ

পাকুন্দিয়ায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

পাকুন্দিয়ায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে মো. আবদুল হালিম (৪৮) নামে এক শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়।

রোববার (২৭ এপ্রিল) মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত আবদুল হালিম চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার। তিনি ইংরেজী ১ম পত্র পরীক্ষার প্রশ্নের ছবি তুলে বাইরে নিয়ে যাওয়ার সময় আটক হন। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর