ভাঙ্গায় আধিপত্য বিস্তার-আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৪০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:০৩

ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং গাছ থেকে আম পাড়া নিয়ে বিরোধের জেরে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) রাতে ও রোববার (২৭ এপ্রিল) সকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া রেলস্টেশন সংলগ্ন হাজারি মার্কেট এবং আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুখুরিয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুলতান মাতুব্বর ও ইয়াকুব মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার রাতে ইয়াকুব মিয়ার পক্ষের লোকজন পুখুরিয়া রেলস্টেশন সংলগ্ন ১২-১৩টি দোকান কুপিয়ে ক্ষতিসাধন করে।
রোববার সকালে সুলতান মাতুব্বরের পক্ষের লোকজন ইয়াকুব মিয়ার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়।
অন্যদিকে, আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে রবিউল মিয়া ও শাহজাহান মিয়ার মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। যাদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ১১ জনকে আটক করা হয়েছে।
মোসলেউদ্দিন/এআরএস