মিষ্টির প্যাকেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:২৩

ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের ফার্মের মোড় এলাকায় মিষ্টির প্যাকেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি কালো কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারণা করছে, ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটিকে কেউ মিষ্টির প্যাকেট ভরে ফেলে চলে গেছে।
এআরএস