Logo

সারাদেশ

ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইটের উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২৩:০৬

ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইটের উদ্বোধন

দীর্ঘ প্রত্যাশার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত ৮টা ৮ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট এয়ারপোর্ট থেকে স্পেনের উদ্দেশে উড়াল দেয় মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ারের যৌথ মালিকানার একটি এয়ারবাস।

ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে ওসমানী বিমানবন্দরে আয়োজন করা হয় এক আড়ম্বর অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উপদেষ্টা শেখ বশির উদ্দীন তার বক্তৃতায় বলেন, ‘রপ্তানিতে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সকলে মিলে একত্রে কাজ করছি বলে এটা সম্ভব হয়েছে। সিলেটের জন্য আজ ঐতিহাসিক দিন। ঢাকার বাইরে সিলেট থেকে স্বাধীনতার পর এটি প্রথম কার্গো ফ্লাইট। আমরা আমাদের সক্ষমতা কাজে লাগিয়েছি। ভবিষ্যতে যাতে এ ফ্লাইট অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। স্বাগত বক্তব্য দেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের আগে উপদেষ্টাসহ অতিথিরা কার্গো কমপ্লেক্স ঘুরে দেখেন।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার বিকেল পৌনে ৫টায় ওসমানীতে পৌঁছায় কার্গো ফ্লাইট-৩৩০। এটি অবতরণের পর শুরু হয় পণ্য লোডের কার্যক্রম। সন্ধ্যা পর্যন্ত ৬০ টন মালামাল লোড করা হয়। লোড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ এয়ারলাইস কর্তৃপক্ষ। নিরাপত্তা দেন বেবিচক কর্মীরা।

প্রথম ফ্লাইটে ঢাকার এমজিএইচ গ্রুপ ও অরিজিন সলিউশন্সসহ আরেকটি কোম্পানির গার্মেনসট পণ্য রপ্তানি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৮টা ৮ মিনিটের সময় ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে আকাশে ডানা মেলে।

এ সময় অতিথিরা ছাড়াও বিভিন্ন এয়ারলইন্সের কর্মকর্তা এবং ঢাকার রপ্তানিকারকসহ সিলেটের সুধীজনরা উপস্থিত ছিলেন।

আগে সিলেট থেকে যাত্রীবাহী বিমানে কিছু পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। এবার শুরু হলো কার্গো ফ্লাইট। ঢাকার পর সিলেটে থেকে এ ফ্লাইট শুরু হওয়ায় খুশি রপ্তানিকারকসহ সিলেটের ব্যবসায়ীরা। সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রেজাউল হক ডালিম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর