Logo

সারাদেশ

মোবাইল গেমে আসক্ত কিশোরের ‘আত্মহত্যা’!

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৪

মোবাইল গেমে আসক্ত কিশোরের ‘আত্মহত্যা’!

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘মোবাইল গেমে আসক্ত’ জয় সাহা (১৯) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জয় সাহা (১৯) কটিয়াদী পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার কানু লাল সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় সাহা মোবাইল ফোনের গেমে আসক্ত হয়ে পড়েছিল এবং দিনভর ঘুমিয়ে কাটিয়ে রাতে মোবাইল ফোনে গেম খেলত। শনিবার গভীর রাতে তার বাবা কানু লাল সাহা তাকে ফোন বন্ধ করে ঘুমানোর জন্য বলেন। পরে তিনি নিজ কক্ষে চলে যান। সকালে তার মা ঘরে ঢুকে জয় সাহার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন।

নিহতের বাবা কানু লাল সাহা জানান, রাত আড়াইটার দিকে ফোন বন্ধ করে ঘুমানোর জন্য বলে আমি আমার কক্ষে চলে যাই।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মিজানুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর