শহীদ মুগ্ধের স্মৃতি ধরে রাখতে চান বাবা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪

ছবি : বাংলাদেশের খবর
ছেলের স্মৃতি ধরে রাখতে চান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মো. মোস্তাফিজুর রহমান।
এজন্য তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর মুগ্ধের বাবা এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘সারাদেশে মুগ্ধর নামে বিভিন্ন স্থাপনার নামকরণ হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায়ও এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সড়কের নামকরণ শহীদ ওমরের নামে করার প্রস্তাব দিয়েছি। শহরের ফ্লাইওভারটি মুগ্ধর নামে করার বিষয়ে সম্মতি জানিয়েছি। এছাড়া বিয়াল্লিশ্বর এলাকায় ‘মুগ্ধ চত্বর’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এভাবেই আমি আমার ছেলেকে নামের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চাই। সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই। কারো কোনো সহায়তা প্রয়োজন হলে আমাকে জানান।’
সভায় উপস্থিত পুলিশ সুপার এহতেশামুল হককে উদ্দেশ করে মীর মুগ্ধের বাবা বলেন, ‘দলীয় স্বার্থে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি দেবেন। কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা হয়, সেটি খতিয়ে দেখবেন। আমি চাই প্রকৃত দোষীদের বিচার হোক।’
মোস্তাফিজুর রহমান স্মরণ করেন, খুলনায় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় মুগ্ধর নামে একটি ‘পানির কর্নার’ স্থাপন করা হয়েছিল। মুগ্ধ পানি বিলানোর সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। এমন মানবিক উদ্যোগ আমার ছেলেকে নামের মাধ্যমে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। ভবিষ্যতেও যদি সুযোগ হয়, এমন আরও উদ্যোগ নেওয়া হোক।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরায় সংঘটিত ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। নিহতের আগে একটি ভিডিওতে দেখা যায়, তিনি হাতে পানি নিয়ে মানুষের কাছে ছুটে যাচ্ছেন। আর বলছেন, ‘পানি লাগবে কারো পানি।’ মুগ্ধ ও স্নিগ্ধ—এ যমজ ভাইয়ের একজন মুগ্ধ। তার জন্ম ১৯৯৮ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরায় হলেও বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাজীপাড়ায়।
এমবি