হিলিতে যৌনউত্তেজক সিরাপ বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫২

দিনাজপুরের হিলিতে জনস্বাস্থ্যের জন্য ‘মারাত্মক ক্ষতিকর’ লাইসেন্সবিহীন যৌনউত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় প্রায় ২ হাজার পিচ সিরাপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারে মোতালেব হোসেন ও জনৈক মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারের মুদি দোকানে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী বাজারের মুদি দোকানি মোতালেব হোসেনকে এক লাখ টাকা ও জনৈক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় জব্দ করা হয় যৌনউত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২ হাজার পিচ বোতল সিরাপ। পরে জব্দকৃত সিরাপ হিলি ঘোড়াঘাট সড়কে বুলডোজারে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান/এমজে