ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:২০

ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
হাজতি মো. ফজলুর রহমান আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার মৃত মনির হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, গত ১১ মার্চ থেকে ফজলুর রহমান জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতি হিসেবে ছিলেন। রোববার সকালে তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। এরপর তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
এমবি