Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ‘সেভ’ সংগঠনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

আলফাডাঙ্গায় ‘সেভ’ সংগঠনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক সংগঠন ‘সোশ্যাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস’ (সেভ)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। চিফ টিম লিডার, চিফ টিম ডিরেক্টরসহ পাঁচটি ক্যাটাগরিতে ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে নবগঠিত কমিটির চিফ টিম লিডার আসিফ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিটি ঘোষণা করে সংগঠনটি।

নবগঠিত কমিটিতে আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলামকে চিফ টিম লিডার করা হয়েছে। এডুকেশন টিমে রিফাত হোসেন সবুজকে টিম লিডার করে ১৪ জনকে সদস্য করা হয়েছে। মিডিয়া টিমে মো. আলামিন ইসলামকে টিম লিডার করে ১৬ জনকে সদস্য করা হয়েছে।

একাউন্টিং টিমে মো. দুর্জয় মাহমুদ ইমামকে টিম লিডার, অপি হাসানকে সহটিম লিডারসহ ৩ জনকে সদস্য করা হয়েছে। স্পোর্টস টিমে মো. আকাশ সিকদারকে টিম লিডার, মুক্তাদীর রহমানকে সহটিম লিডারসহ ১৩ জনকে সদস্য করা হয়েছে। এছাড়া হেলথ ও ফুড টিমে মো. সাব্বির খানকে টিম লিডার করে ১৭ জনকে সদস্য করা হয়েছে।

জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সোশ্যাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ)। সততা, সমতা, স্বচ্ছতা, অসাম্প্রদায়িকতা, দলনিরপেক্ষতা ও একতা মূলনীতিকে ধারণ করে সংগঠনটি। ‘প্রত্যয়-সুন্দর আগামীর’-এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি একটি সুন্দর, সচেতন সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে।

নবগঠিত কমিটির চিফ টিম লিডার আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনের প্রত্যেক সদস্য নিজেদের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। নবগঠিত কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্মপরিধি আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর