
কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে নিহতরা হলেন- কৃষক ইন্দ্রজিত দাস (৩৫), কৃষক স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬৫)।
সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতে দুইজন কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খড় ঢাকতে গিয়ে বজ্রপাতে ফুলেছা বেগমের মৃত্যু হয়।
নিহত ইন্দ্রজিত দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। নিহত ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার এএসআই দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি