Logo

সারাদেশ

দেশজুড়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:০৪

দেশজুড়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত থেকে র‍্যালি শুরু হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঠাকুরগাঁও : “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। 

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালির পর জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও জেলা ও দায়রা জজ জামাল হোসেন বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

এ সময় ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার লুৎফর রহমান, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, লিগ্যাল এইড মেলা, রক্তদান, চক্ষু পরীক্ষা ও ডায়বেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। 

আলোচনা সভায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনগত সহায়তার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। গত এক বছরে ৫৪৮টি সরকারি মামলা এবং ৯২৮ জনকে পরামর্শ প্রদান করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৯৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা পক্ষগণের কাছে পৌঁছানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান ও অন্যান্য অতিথিরা।

গোপালগঞ্জ প্রতিনিধি : "দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই"—এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জন, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর