Logo

সারাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ আনারুল বাহিনীর সহযোগী আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:২২

সুন্দরবনে অস্ত্রসহ আনারুল বাহিনীর সহযোগী আটক

ছবি : বাংলাদেশের খবর

সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেন (৩৩) কে আটক করেছে পশ্চিম জোন মোংলা কোস্টগার্ড । তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের অভিযানে বিল্লালকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা বনের ভেতরে পালিয়ে যায়। 

জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন জানিয়েছে, সে (বিল্লাল) দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কর্মকাণ্ডে জড়িত ছিল এবং আনারুল বাহিনীর সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। আটক বিল্লাল খুলনার কয়রা থানার বাসিন্দা।

আবু তালেব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর