Logo

সারাদেশ

ধামরাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:২২

ধামরাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক।

এর আগে, র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষকরা। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর