Logo

সারাদেশ

এমট্যাবের ফরিদপুর আঞ্চলিক কমিটির অনুমোদন

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৪২

এমট্যাবের ফরিদপুর আঞ্চলিক কমিটির অনুমোদন

মো. আকতার হোসেনকে সভাপতি ও আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে বিএনপি সমর্থিত পেশাজিবী সংগঠন মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমট্যাব) ১৩ সদস্যবিশিষ্ট ফরিদপুর আঞ্চলিক শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়ে এ আংশিক কমিটি গঠন করা হয়।

এমট্যাবের কেন্দ্রীয় সংসদের সভাপতি একেএম মুসা লিটন ও মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

কমিটিতে অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. নুরুল আলম রাসেল, সহসভাপতি মোহাম্মদ আলী, মো. ইমরান আলী, বুলবুল হুসাইন (রাজবাড়ী), উত্তম কুমার মজুমদার (মাদারীপুর), সঞ্জিত বালা (গোপালগঞ্জ), মো. ওমর আলী মনির, সহসাধারণ সম্পাদক আবুল হোসাইন রামিম, মো. মাহবুব হোসেন (শরীয়তপুর), সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক পদে মো. নাহিদুল ইসলাম।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর