Logo

সারাদেশ

যাত্রী তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় সিএনজি চালকদের মানববন্ধন

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২১:১৬

যাত্রী তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় সিএনজি চালকদের মানববন্ধন

ভোলার চরফ্যাসনে যাত্রী তোলা নিয়ে সংঘর্ষে ইমন নামে এক সিএনজি চালক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিএনজি মালিক সমিতি ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে চরফ্যাসন সদর রোডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি তুলে দেন আন্দোলনকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আসাদ মীর, সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সহসভাপতি আলাউদ্দিন হাসনাইন, সাধারণ সম্পাদক মুরাদ, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, আলমগীর হাং, আমিনুল সারমান, তারেক, আলামিন, রাকিব, সেলিম, হাসান, শাকিলসহ দুই শতাধিক শ্রমিক ।

এর আগে, রোববার বিকেলে উপজেলা সদর রোডে যাত্রী তোলা নিয়ে বাস ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ই আহত হন ইমন। তিনি বর্তমানে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এমএফ/এমইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর