Logo

সারাদেশ

ওলামা লীগ নেতা মাদ্রাসার সভাপতি, অপসারণের দাবিতে মানববন্ধন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪২

ওলামা লীগ নেতা মাদ্রাসার সভাপতি, অপসারণের দাবিতে মানববন্ধন

চাঁদপুর জেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদেরকে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি করায় প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা আব্দুল কাদের পতিত শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের দোসর। তিনি বিগত ১৭ বছর ওলামা লীগের পদবি ব্যবহার করে এলাকারর মানুষকে হয়রানি, শিক্ষকদের চাকুরিচ্যুত ও মাদ্রাসার অর্থ-সম্পদ লুটপাট করেছেন। এ প্রতিষ্ঠানের সুপারের দায়িত্ব পালনকালে তিনি অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু কোনো অপশক্তির কারণে তিনি আবার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন। আমরা অবিলম্বে তার অপসসারণ দাাবি করছি। তা নাহলে কঠোর কর্মসূচি দেবে স্থানীয় জনতা।’

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, মাসুদ রানা, সুমন ব্যাপারী, খলিল পাটওয়ারী, হাসান ভূঁইয়া, নয়ন ব্যাপারী, দুলাল ব্যাপারী,  মোক্তার হেসেন, হান্নান মুন্সী, আব্দুর রশিদ ও মো. মানিক হোসেন।

স্থানীয় বাসিন্দা নুরু ব্যাপারী, ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক নয়ন, ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মাকসুদ হাসানসহ বহু লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর