হাফেজ হওয়া হলো না আরাফাতের, প্রাণ গেল বজ্রপাতে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৯

হাফেজ হওয়ার আগেই আরাফাতের জীবন কেড়ে নিল বজ্রপাত। নেত্রকোনার মদনে সোমবার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা গেল আরাফাত (১০) নামের মাদ্রাসাপড়ুয়া শিশু।
সে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের আব্দুস ছালাম মিয়ার একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। ফজরের নামাজের পর মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল আরাফাত। মাদ্রাসার পাশে পৌঁছালেই হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ‘আরাফাত নামে এক মাদ্রাসাপড়ুয়া শিশু বজ্রপাতে মারা গেছে, খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী যা করা দরকার তা করা হবে।’
নিজাম তালুকদার/এমজে