গাইবান্ধায় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি জয় সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘চলমান বিশেষ অভিযানে যারা অভিযুক্ত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা জয়কে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জয় ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহ আলম মেম্বার ও সদ্যসাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।
আতিকুর রহমান/এমজে