Logo

সারাদেশ

হিজড়া সেজে টাকা আদায়ের অভিযোগ, যুবক আটক

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৪

হিজড়া সেজে টাকা আদায়ের অভিযোগ, যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈরে হিজড়া সেজে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি হিজড়ার বেশ ধরে বিভিন্ন দোকান ও গাড়ির যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। এ ছাড়া, প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

একপর্যায়ে ভুক্তভোগীদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে উত্তেজিত এলাকাবাসী যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।

কালিয়াকৈর থানার (ওসি অপারেশন) যুবায়ের আহমেদ বলেন, স্থানীয় জনগণ যুবককে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি খতিয়ে দেখছি।

  • দেলোয়ার হোসেন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর