Logo

সারাদেশ

ধানের জমিতে পড়ে ছিল কৃষকের নিথর দেহ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:১০

ধানের জমিতে পড়ে ছিল কৃষকের নিথর দেহ

ঝিনাইদহ সদর উপজেলায় ধানের জমি থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের নলবিল মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে মোহাম্মদ আলী বাড়ি থেকে মাঠে যান। রাতে স্থানীয় কৃষকরা মন্টু মিয়ার ধানের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। তার ঘাড় ও নাভির ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি বজ্রপাতে মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

বুরহান উদ্দীন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর