-6810665db86c8.jpg)
সড়কে বড় বড় গর্ত আর ধুলোবালির স্তূপে ভ্যান চালাতে হিমশিম খাচ্ছেন চালক | ছবি : বাংলাদেশের খবর
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় মাত্র পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। এতে অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পয়সারহাট-আমবৌলা-সাতলা সড়কের প্রায় প্রতিটি অংশে বড় বড় গর্ত, ভাঙা পাথর আর ধুলোবালির স্তূপ। গ্রীষ্মে প্রচণ্ড ধুলা আর বর্ষায় কাদার কারণে সড়কটিতে হাঁটাও দায় হয়ে পড়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সাত বছর আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি কার্পেটিং করেছিল। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিগত দুই বছরে বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে পাথর বের হয়ে এসেছে। অনেক জায়গায় সড়কটি কাঁচা রাস্তার রূপ ধারণ করেছে।
পয়সারহাট এলাকার বাসিন্দা আহাদ তালুকদার বলেন, এরকম ধ্বংসস্তূপ সড়ক আর দ্বিতীয়টি নেই। বহুবার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের জানানো হলেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে দুর্ভোগ নিয়েই চলতে হচ্ছে।
জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে বাকাল ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণির মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও রিকশা উল্টে আহত হচ্ছেন অনেকে।
আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, সড়কটির অবস্থা খুবই নাজুক। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে।
তবে, এ বিষয়ে জানতে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
- এটিআর