Logo

সারাদেশ

চাঁদপুরের হাইমচরে ১২ লাখ চিংড়ি রেণু জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:১১

চাঁদপুরের হাইমচরে ১২ লাখ চিংড়ি রেণু জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ১২ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, মেঘনা নদীতে ধরে আনা রেণুগুলো খুলনা ও সাতক্ষীরায় পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে আমরা সেগুলো জব্দ করি। এগুলোর বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। সোমবার রাত ১১টার দিকে রেনুগুলো ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলাম। এসময় মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • আলআমিন ভূঁইয়া/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর