
প্রতীকী ছবি
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করার সময় ট্রলার থেকে লাফ দিয়ে নদীতে ডুবে যায় মো. ইয়াছিন আরাফাত (১৫) নামে স্কুল ছাত্র। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুল ছাত্র পুরান বাজার ৫নম্বর খেয়াঘাট সংলগ্ন রূপালী রাইস মিলের সামনে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।
নিহত আরাফাত শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের বাসিন্দা মো. দুলাল কাজীর ছেলে। আরাফত পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আরাফাতসহ ৫ বন্ধু নদীতে গোসল করতে আসে। তারা দুষ্টামি করে ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। সাথে থাকা অন্যরা লাফি দিয়ে উঠতে পারলেও আরাফাত নদীতে লাফ দিয়ে উপরে উঠে ট্রলারের রশির মধ্যে ধরার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে ওই স্থানে নদীতে তলিয়ে যায়।
এমন পরিস্থিতি দেখে ঘাটের লোকজন তাৎক্ষণিক বিষয়টি ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটে খবর দেয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার নুর মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘১টা ১০মিনিটে আমরা ঘটনাস্থলে রওনা হই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই সময় ওই স্কুল ছাত্রের মা-বাবাসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।’
আলআমিন ভূঁইয়া/এমআই