Logo

সারাদেশ

জরাজীর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:১৬

জরাজীর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ছাদে ফাটল, খসে পড়া পলেস্তারা, বেরিয়ে পড়া রড ও ইট-এসব উপেক্ষা করেই নিয়মিত ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা এবং অভিভাবকদের মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ।

জানা গেছে, ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধিত হয়। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৩ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির পিলার ও ছাদে ফাটল ধরেছে, কোথাও কোথাও ভেতরের রড ও ইট বেরিয়ে পড়েছে। প্রায়ই ছাদের পলেস্তারা খসে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সামিউল ইসলাম বলেন, ‘নতুন ভবনের জন্য প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় এলজিইডি অফিসে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শিক্ষকরা দক্ষ হলেও ভবনের করুণ অবস্থার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।’

এ বিষয়ে তাড়াশ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। ভবন পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’

ফিরোজ আল-আমিন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর