Logo

সারাদেশ

জলবায়ু মোকাবিলায় বাজেট পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৩৩

জলবায়ু মোকাবিলায় বাজেট পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

ছবি : বাংলাদেশের খবর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, তরুণদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে প্রশিক্ষণ নিশ্চিতে স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্দে এখনই উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাগেরহাট লেডিস ক্লাবে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন। এতে আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এসএম নুরুন্নবী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রেস ক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি বাবুল সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন জাহান এবং অ্যাকশনএইড বাংলাদেশের প্রতিনিধি মো. নয়ন হোসেন।

সভায় বাঁধনের অর্ধশতাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা বাজেট প্রণয়নে সম্পদের ন্যায্য বণ্টন, পরিবেশ রক্ষা এবং তরুণদের দক্ষতা উন্নয়নসংক্রান্ত বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।

এ ছাড়া স্থানীয় জনগণের মতামত নিতে তাঁরা জরিপ চালান মহিলা বিষয়ক অধিদপ্তর, মেলরিন টেকনোলজি ইনস্টিটিউট, টেকনিক স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা কৃষি অফিস, সমাজসেবা অধিদপ্তর, ষাটগম্বুজ, খানপুর ও কাড়াপাড়া ইউনিয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরে।

সভায় বক্তারা এলাকার জলাশয় ও খাল দখলমুক্ত করার দাবি জানান। ভুক্তভোগী ইমরান বলেন, ‘দীর্ঘদিন ধরে গোদাড়ার খালসহ অনেক খাল দখলে রয়েছে। বারবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছু হচ্ছে না।’

অর্ণব মিস্ত্রি বলেন, ‘পরিবেশ রক্ষায় বাজেট বরাদ্দে বিকল্প কর্মসংস্থান ও জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার দিতে হবে।’

সামিয়া সুলনা বলেন, ‘তরুণদের মতামত বাজেট পরিকল্পনায় গুরুত্ব না পেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠান শেষে সুপারিশসংবলিত একটি প্রস্তাবনা পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়।

শেখ আবু তালেব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর